skip to content
Sunday, June 30, 2024

skip to content
Homeরাজনীতিমমতার উন্নয়নেই ভরসা রাখছেন বাম জমানার মন্ত্রী গৌতম দেব

মমতার উন্নয়নেই ভরসা রাখছেন বাম জমানার মন্ত্রী গৌতম দেব

Follow Us :

কলকাতা: বিজেপিকে রুখতে তৃণমূলের হাত ধরার ইঙ্গিত দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার বামফ্রন্ট সরকারের মন্ত্রী গৌতম দেবের মুখে শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। মুখ্যমন্ত্রী মমতার পরিচালনায় রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাকে কুর্নিশ জানালেন গৌতমবাবু।

আরও পড়ুন- সংসদ খোলার পর ভ্যাকসিন নিলেন রাহুল, দু’দিন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা

শুক্রবার বিকেলের দিকে নিজের লেখা বই ‘Forging an Audacious City’ নামক একটি বই প্রকাশ করেন গৌতম দেব। নিউটাউন সম্পর্কে ওই বই লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যিনি হিডকো চেয়ারম্যান ছিলেন। তাঁর কাঁধেই ছিল নিউটাউনের উন্নয়নের দায়িত্ব। তৃণমূলের জমানায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে নিউটাউন। যার প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন মন্ত্রীর মুখে।

আরও পড়ুন- মুকুলের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ১০ অগাস্ট

নিউটাউন প্রসঙ্গে গৌতম দেব বলেছেন, “তৃণমূলের সঙ্গে সিপিএমের দলগত মতভেদ যাই থাকুক না কেন নিউ টাউন এর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ক্ষতির চেষ্টা করেননি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন নিউটনকে আরো সুন্দর করতে।” নিউটাউন শহরের কাজ শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। তারপর পালাবদল ঘটেছে। বাম সরকার চলে যাওয়ার সময় নিউটাউনের কাজ শেষ হয়নি। এখনো অনেক কাজ অসম্পূর্ণ।

আরও পড়ুন- সব মেয়েদের সুরক্ষায় নিরাপত্তাকর্মী দেওয়া সম্ভব নয়, মন্তব্য বিজেপি মন্ত্রীর

সেই সকল কাজ সুস্থ উপায়ে সম্পন্ন হতে পারে মমতার হাত ধরেই, এমনই মনে করছেন গৌতম দেব। এই বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ আস্থা রয়েছে প্রাক্তন মন্ত্রীর। তাঁর কথায়, “সরকার বদল হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে নিউটাউন কে বিক্রি হতে দেননি। তাই কোনো মন্ত্রী বা নেতা কে দায়িত্ব না দিয়ে আমলাদের নিউটনের দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এই কাজকে এগিয়ে নিয়ে যেতে এবং সম্পূর্ণ করতে।”

এতদিন হিডকো চেয়ারম্যান ছিলেন দেবাশীষ সেন। চলতি সপ্তাহে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। ওই পদে আগে বহাল ছিলেন গৌতম দেব। দীর্ঘ দিন পরে কোনও মন্ত্রীকে হিডকো-র চেয়ারম্যান করা হল। ফিরহাদের উপরে আস্থা প্রকাশ করে প্রাক্তন মন্ত্রী গৌতম বলেছেন, “ফিরহাদ হাকিম পারবেন কারণ তিনি নিজে ভালো মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই শুনে তিনি কাজ করবেন।”

আরও পড়ুন- ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু, তদন্তের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের   

নিউটানের উন্নয়নের জটিলতা নিয়েও এদিন আলোকপাত করেছেন পূর্বসূরী গৌতম দেব। তিনি বলেছেন, “সারাদেশে যেভাবে আর্থিক মন্দা চলছে তার সঙ্গে করোনা অতিমারী, কোনো সরকারই নিউটাউনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারতোনা । কারণ এখন জমি বাড়ি বিক্রি হচ্ছে না ফলে বাম সরকার থাকলেও এই কাজ এগিয়ে নেওয়া নিয়ে যাওয়া কঠিন হতো, ফিরহাদ হাকিম এর ক্ষেত্রেও একই রকম সমস্যা হবে।”

নিউ টাউন কিভাবে গড়ে উঠল, কিভাবে সমস্ত দলকে একসাথে নিয়ে তিনি কাজ করেছিলেন, পরিকল্পনার রূপায়নের ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে, সবার ভূমিকা কী ছিল বই প্রকাশের অনুষ্ঠানে তার স্মৃতিচারণা করেন গৌতম বাবু। তাঁর আশা, “আগামী দিনে নিউটাউন আরও সুন্দর হবে, আর তা হবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Chhattisgarh | বিজেপি শাসিত ছত্তিশগড়ে বিরাট দুর্নীতি! ধরা পড়ল অডিটে
00:00
Video thumbnail
Top News | বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
40:56
Video thumbnail
ECO ইন্ডিয়া | পরিবেশের ক্ষতির পরিণতি কী ?
26:01
Video thumbnail
T20 World Cup | মার্কিন মুলুকে কাপের শাপমোচন, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-রাহুলের
01:59
Video thumbnail
Kaustuv Ray | 'অপরাধের অপবাদ ঘুচল'
02:35
Video thumbnail
Raniganj | রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিং
01:26
Video thumbnail
Nadia | পর্যটন মানচিত্রে নদিয়াকে তুলে ধরার প্রয়াস
01:58
Video thumbnail
BJP | TMC | Arrest | অস্ত্র পাচারের অভিযোগে একযোগে গ্রেফতার বিজেপি- তৃণমূল নেতা
02:44
Video thumbnail
TMC | BJP | 'বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়' মুখ্যমন্ত্রীর মন্তব্যে কটাক্ষ বিজেপির
02:15
Video thumbnail
Nepal | আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল
02:17